অনলাইনে কি সার্টিফিকেট চেক করা যায়?
হ্যাঁ অবশ্যই অনলাইনে সার্টিফিকেট চেক করা যায়।
আমরা ইন্টারনেট ব্যবহার করি ঠিক ই কিন্ত এর সঠিক ভাবে আমরা ব্রাউজিং বা তেমন কিছু জানি না।
আজকে আমরা জানবো কিভাবে অনলাইনে সার্টিফিকেট যাচাই করা যায় খুব সহজে।
অনেকের মনে প্রশ্ন থাকতে পারে? অনলাইনে সার্টিফিকেট অর্থাৎ সনদ পত্র যাচাই করতে কোনো টাকা পয়সা লাগবে নাকি?
উত্তর: না। অনলাইনে সনদ পত্র যাচায় করতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না একদম ফ্রী।
আমরা কেন অনলাইনে সার্টিফিকেট যাচাই করবো?
মনে করুন আপনি একটি কম্পানির মালিক এবং আপনি আপনার কম্পানির জন্য কিছু কর্মকর্তা নিয়োগ দিলেন এবং বিভিন্ন প্রার্থীরা তাদের বিভিন্ন কাগজপত্র জমা দেয়। ধরেন ডুকোমেন্টস্ হিসাবে তার ভোটার আইডি কার্ড, জন্ম সনদ, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কোনো ১টা সার্টিফিকেট জমা দেয়।
বর্তমান জগৎ অনেকে পোড়াশোনা না করেও সার্টিফিকেট অর্জন করে। যেমন নকল সার্টিফিকেট। কিছু টাকা পয়সা ছড়িয়ে দিলেই মিলে যায় সার্টিফিকেট।
তো এখন কিভাবে যাচাই করবেন এগুলো সার্টিফিকেট আসলো নাকি নকল?
তো চলুন দেখানো যাক কিভাবে আপনি আসল বা নকল সার্টিফিকেট সেকেন্ডর মধ্যেই যাচাই করবেন।
আপনি PSC/JSC/SSC/HSC/MASTERS সব রকম সার্টিফিকেটই যাচাই করতে পারবেন।
তো চলুন যেনে নেওয়া যাক কিভাবে PSC সার্টিফিকেট চেক করবেন।
PSC সার্টিফিকেট চেক করতে আপনার ফোনের ব্রাউজারে যাবেন আর যারা কম্পিউটার ব্যবহার করবেন তাদের জন্য তো অবশ্যই ব্রাউজার ব্যবহার করতেই হবে।
তো আপনার ফোনের মোবাইল ব্রাউজারে যাওয়ার পর সার্চ অফশনে সার্চ করবেন।
180.211.137.51 না বুঝলে স্কিনশোট দেখুন।
আপনি নির্বাচন করুন অফশনে ক্লিক করবেন
এবং সিলেক্ট করবেন (রোল নাম্বার অনুসারে একক ফলাফল) নিচে স্কিনশোট দেখুন।
এবং সিলেক্ট করবেন (রোল নাম্বার অনুসারে একক ফলাফল) নিচে স্কিনশোট দেখুন।
পরীক্ষার নাম:
পরীক্ষার সন অর্থাৎ সাল:
বিভাগ:
জেলা:
উপজেলা/থানা:
রোল নং:
এগুলো ফরমে দিয়ে সম্পর্ণ করুণ ওখানে ক্লিক করতে হবে।
নিচে স্কিনশোট দেখুন আমি আমার সমস্ত ডুকোমেন্টস্ দিয়েছি।
ফরম সম্পুর্ণ পুরন করা হলে সম্পর্ণ করুন বাটনে ক্লিক করলেই আপনার সমস্ত ডিটেইল্সে চলে আসবে।
নিচে স্কিনশোট দেখুন আমার সমস্ত ডিটেইল্সে চলে এসেছে।
আমার ইনফোরমিশন গুলো আমি হাইড রেখেছি আমার সিকিউরিটি'র জন্য। এভাবে আপনারা সার্টিফিকেট যাচাই করবেন সার্টিফিকেট আসল নাকি নকল?
আবার এভাবে নিজেও যাচাই করতে পারবেন আপনার পরিক্ষার ফলাফল।
তো আমরা জানলাম কিভাবে PSC CERTIFICATE অনলাইনে চেক করা যায়।
তো চলুন যেনে নেওয়া যাক কিভাব JSC/SSC/HSC সার্টিফিকেট অনলাইনে চেক করবেন।
তো চলুন শুরু করা যাক।
আগের মতোই আপনারা আপনাদের মোবাইল ফোনের ব্রাউজারে চলে যাবেন এবং সার্চ অফশনে টাইপ করবেন Education Board Bangladesh নিচে স্কিনশোট দেখুন।
নিচে স্কিনশোট দেখুন।
নিচে স্কিনশোট দেখুন।
উপরে স্কিনশোটে খেয়াল করুন প্রথমে বলা হয়েছে Examination আপনার প্রার্থী আপনাকে কোন সার্টিফিকেট দিছে JSC/SSC/HSC যেই সার্টিফিকেট প্রার্থী আপনাকে দিবে সেই সার্টিফিকেট ওখানে সিলেক্ট করবেন।
নিচে স্কিনশোট দেখুন।
Year পাশে Select One এ ক্লিক করুন এবং সিলেক্ট করুন আপনার প্রার্থী কত সালে পাশ করেছে।
অবশ্য সব কিছু আপনি সার্টিফিকেটেই পাবেন।
তো আমি আমার Year এখানে দিয়ে দিচ্ছি নিচে স্কিনশোট দেখুন।
Year এর নিচে দেখুন Board লেখা এখানে Board সিলেক্ট করতে হবে। আপনার প্রার্থী কোন বিভাগ থেকে পাশ করেছে তা দিতে হবে।
যেমন ধরেন,
• ঢাকা বিভাগ
• খুলনা বিভাগ
• রাজশাহী বিভাগ
• কুমিল্লা বিভাগ
ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি ওখানেই পাবেন ওখান থেকে শুধু আপনি সিলেক্ট করে দিবেন।
নিচে স্কিনশোট দেখুন।
Board এর নিচে দেখুন Roll এবং Reg: No দিতে হবে এবং এই Roll এবং Reg: No আপনি সার্টিফিকেটেই পেয়ে যাবেন। নিচে স্কিনশোট দেখুন।
নিচে খেয়াল করুন 9+3 দেওয়া এটা ১টি কেপচা যা আপনাকে পুরণ করতে হবে।
আমার ক্ষেত্রে ৯+৩ এসেছে আপনার ক্ষেত্রে অন্যটিও হতে পারে।
৯+৩ = ১২ হয় তো আমি বক্সে ১২ লিখে দিলাম।
আপনার কত আসে এবং যোগফল যা আসে তা ডান পাসে বক্সে দিয়ে দিবেন।
নিচে স্কিনশোট দেখুন
সব কিছু হয়ে গেলে নিচে দেখুন Submit নামে ১টা বাটন আছে ওখানে ক্লিক করুন। নিচে স্কিনশোট দেখুন
Submit এ ক্লিক করার পর আপনার/প্রার্থী'র সমস্ত ডিটেইল্স চলে আসবে।
নিচে দেখুন আমি সাবমিট করার পর সব ডিটেইল্সে চলে এসেছে। নিচে স্কিনশোট দেখুন।
তো আপনারা এভাবে যে-কারো সার্টিফিকেট যাচাই করতে পারবেন আসল নাকি নকল।
তো এভাবে আপনারা নিজেদের রেজাল্টও চেক করতে পারবেন। এই ব্লগ-এর ভিডিও পেতে ইউটিউব চ্যানেল ঘুরে দেখতে পারেন।
আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
একটি মন্তব্য পোস্ট করুন