জন্মনিবন্ধন কি?
জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেয়ার একমাত্র পথ জন্মের পর জন্মনিবন্ধন করা। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ। জন্ম নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। এটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে। পৃথিবীতে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র থেকে প্রথম যে স্বীকৃতি সে পায় সেটি হলো জন্ম নিবন্ধন।
কিভাবে চেক করবেন ডিজিটাল জন্মনিবন্ধন
চলুন যেনে নেওয়া জাক কিভাবে চেক করবেন।
জন্মনিবন্ধন চেক করার জন্য ১টি অনলাইন জন্মনিবন্ধন লাগবে। যদি অনলাইন না থাকে সেক্ষেত্রে আসবে না।
প্রথমে সার্চ করতে হবে How to Cheak digital birth certificate
ওপরের বক্সে Birth Regestion Number এর যায়গায় আপনার জন্মনিবন্ধন নাম্বার দিতে হবে।এবং নিচে আপনার জন্ম তারিখ মাস দিতে হবে। যেমন সাল-মাস-তারিখ (২০১০-০১-১০) এভাবে দিতে হবে।
একদম শেষে খেয়াল করুন নিচে The Answer লেখা। এখানে আপনাকে যোগ সংখ্যা দিতে পারে এবং বিয়োগ সংখ্যা দিতে পারে। আপনাকে যোগ এবং বিয়োগ সংখ্যা দিলে আপনি অই সংখ্যা টি পুরন করে দিবেন।
এবং নিচে search অপশন আছে সার্চ অপশনে ক্লিক করলেই আপনার সব ইনফোঃ চলে আসবে।
সেম ভাবে মৃত সনদ যাচাই করতে পারবেন
চলুন দেখা যাক কিভাবে মৃত সনদ যাচাই করা যায়।
একদম সহজ। চলে জান আপনার ব্রাউজারে এবং সার্চ করুন মৃত সনদ যাচাই
মার্ক করে একদম নিচে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন করুন এবং আপনার মৃত সনদ এর তথ্য গুলো দিন। তাহলেই সব বুঝতে পারবেন।
Helpful Post
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন